অ্যাপেলো যুগের পর এই প্রথম চাঁদে অবতরণ করল আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘চন্দ্রযান’ ওডিসেয়াস (Odysseus)। প্রাইভেট সেক্টরের উদ্যোগে দুনিয়ার প্রথম কোনও যান চাঁদে পা রাখল। চাঁদে ৫০ বছর পর চাঁদে উড়ল আমেরিকার পতাকা।
মার্কিন মহাকাশচারী ছাড়া বানিজ্যিক রোবট এদিন সকালে চাঁদের মাটিতে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল নাসার কন্ট্রোল রুমে থাকা বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে নামা নাসার ফান্ডেড এই যান নতুন ইতিহাস লিখল।