2022 Tate passers protesting for jobs, dragged by the police

চাকরির দাবিতে মঙ্গলবার পথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন তাঁরা। টেনেহিঁচড়ে চাকরিপ্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কয়েক জনকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। এক জন অসুস্থ হয়ে পড়েছেন।

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার পথে নামেন ২০২২ সালের টেট উত্তীর্ণেরা। করুণাময়ী মোড়ে প্ল্যাকার্ড, ব্যানার হাতে বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছেন। এখনও ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হয়নি।

তাই নিয়োগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। এর ফলে যানজট তৈরি হয় করুণাময়ী মোড়ে। আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। তাঁরা রাজি হননি। এর পর জোর করে সরানোর চেষ্টা করলে তাঁরা প্রতিরোধ করেন। দুই পক্ষের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন। পুলিশ এসে জোর করে সরিয়ে দিয়েছে। কয়েক জন পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়েছে।