লোকসভা নির্বাচন দোরগোড়ায়। দিনক্ষণ ঘোষণা না হলেও এখন থেকেই প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে, যুবসমাজকে ভোটদানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রচার শুরু করেছে কেন্দ্র সরকার। সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যারা এই বছর প্রথম ভোট দেবে, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। তাঁদের নিয়ে আলাদা করে ক্যাম্পেইনের মাধ্যমে উৎসাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি মিউজিক ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ভিডিওতে যুবসমাজকে মাথায় রেখে বানানো হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মেরা পেহেলা ভোট দেশ কে লিয়ে ক্যাম্পেইন প্রচারে আনতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।
লক্ষ্য চারশো আসনের গণ্ডি পার হওয়া। আর সেই লক্ষ্যকে মাথায় রেখে নতুন বছরের একেবারে গোড়া থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়লেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। চারশো আসনকে মাথায় রেখে দলের স্লোগান ঠিক করা হয়েছে, ‘তিসরি বার মোদি সরকার, অব কি বার চারশো পার।’ যার অর্থ, ‘তৃতীয় বার মোদি সরকার, এ বার চারশো পার।’