abhishek manu singhvi

হাইলাইটস

  • সামনেই লোকসভা নির্বাচন
  • হিমাচল প্রদেশের পাশাপাশি রাজ্যসভার নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশ এবং কর্নাটকেও
  • তিন রাজ্যেই দেয়ার ক্রশ ভোটিং হয়েছে

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যসভার নির্বাচনে দেখা গেল চমক। মঙ্গলবার, হিমাচল প্রদেশের পাশাপাশি রাজ্যসভার নির্বাচন হয় উত্তরপ্রদেশ এবং কর্নাটকেও। তিন রাজ্যেই দেদার ক্রশ ভোটিং হয়েছে। তার জেরে হিমাচল প্রদেশের একমাত্র আসনে জয় হয়েছে বিজেপির। অন্যদিকে কর্নাটকে চারটি আসনের মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। এদিন ওই তিনটি রাজ্যের ১৫টি আসনে ভোট হয়। প্রসঙ্গত এবারের রাজ্যসভার ৫৬টি আসনের মধ্যে বিনা লড়াইয়ে জিতেছেন ৪১ জন।

শাসক-বিরোধী উভয় শিবিরেই চলছে দেদারে ক্রস ভোটিং। একদিকে হিমাচল প্রদেশের ৯ কংগ্রেস বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন। অন্যদিকে কর্নাটকে বিজেপির এক বিধায়ক কংগ্রেসে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। তারপরেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সেই রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর।

তিনি বলেন, ‘নির্বাচনের এক বছরের মধ্যেই শাসকদলের এক বিধায়ক মুখ্যমন্ত্রীকে ছেড়ে চলে এলেন। এখানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও বিজেপি জিতেছে। এই জন্য আমি হরষ মহাজনকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি জানান, সেখানে কংগ্রেসের মতই তাদের প্রার্থী হর্ষ মহাজন ৩৪টি ভোট পান। টসে জিতেছেন তিনি।

কংগ্রেসের দাবি
এদিকে কর্ণাটকের চারটির মধ্যে ৩টি আসনে জেতার পরে বিজেপিকে নিশানা করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজওয়ালা বলেন, ‘এখানে একটি পরিষ্কার ছবি দেখা দিয়েছে। মানি এবং মাসল পাওয়ার কোন কাজ করবে না। শুধুমাত্র গণতান্ত্রিক শক্তিই কথা বলবে।’ এ ছাড়াও ১০টি আসনে ভোট হয় উত্তরপ্রদেশে। সেখানে বিজেপি ৭জন এবং সমাজবাদী পার্টি ৩জনকে রাজ্যসভায় পাঠাতে পারে।

কিন্তু ভোটের দিনেই অখিলেশ সিং-এর অস্বস্তি বাড়িয়ে দল ছেড়েছেন এক নেতা। বিজেপির দাবি, উত্তর প্রদেশের আরএলডির সব বিধায়ক তাদের প্রার্থীকে ভোট দিয়েছেন। সমাজবাদী পার্টি-র পাঁচ বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার পরে দেখা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। কর্নাটকে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন বিজেপি বিধায়ক সোমশেখর গৌড়া বলে জানা গিয়েছে।