জনগণের কাছে বিভিন্ন পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে রাজ্যের বর্তমান সরকার। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলা প্রশাসনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও প্রয়াস জারি রেখেছে সরকার। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় উন্নত নাগরিক পরিষেবাকে সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার।
খোয়াই জেলায় একাধিক জনমুখী উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
তুইসিন্দ্রাই এলাকায় প্রায় ১২ কানি জায়গার উপর আধুনিক মানের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, তেলিয়ামুড়া মহাশ্মশানে নবনির্মিত ইলেকট্রিক চুল্লির উদ্বোধন এবং খোয়াই জেলা প্রশাসনের রেসিডেনসিয়াল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন কার্য্যক্রমে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মহাশ্মশান নির্মাণে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় হয়।