রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সোমবার সকালে আলোচনায় বসছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতায় ওই বৈঠক হবে। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কমিশন বসবে রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।
জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ ইতিমধ্যেই শহরে এসে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হবে। ভোট ঘোষণা হয়ে গেলে দলগুলির কী কী করণীয়, প্রচারের সময়ে কোন কোন কাজ তারা করতে পারবে না, তারকা প্রচারকদের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে,
আদর্শ আচরণবিধি অনুসারে সে সব বুঝিয়ে দেওয়া হবে সোমবারের বৈঠকেই। এ ছাড়া, ওই বৈঠকে নির্বাচন সংক্রান্ত অভিযোগ কমিশনের কাছে জানাতে পারবেন বিভিন্ন দলের প্রতিনিধিরা।