20240304 185133 0000

ওয়েবডেস্ক: সোমবার ভোররাত থেকে জেলায় জেলায় ঝড়বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ। দুপুরের পর আবারও দুর্যোগের আশঙ্কা। আজ বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০-৪০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।