বিপ্লব কুমার দেবকে স্বাগত জানাতে দলীয় কর্মীদের উচ্ছ্বাস, বাইক র‍্যালীর মাধ্যমে স্বাগত জানান কর্মীরা

বিপ্লব কুমার দেব
বিপ্লব কুমার দেব । ছবি- গ্রাফিক

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। দল প্রথম পর্যায়ে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

biplabkumardeb 78676
সাংসদ বিপ্লব কুমার দেব। — ফাইল চিত্র

রাজ্যে এলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বাইক র‍্যালীর মাধ্যমে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা. এদিন বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, ভারতের অভূতপূর্ব বিকাশের মাধ্যমে জনকল্যাণের ক্ষেত্রে এক উজ্জ্বল ইতিহাস রচনা করেছেন এবং বিকশিত ভারত নির্মানের সংকল্প উনার নেতৃত্বেই সফল বাস্তবায়িত হবে। এই সংকল্পকে স্বার্থক করার লক্ষ্যে অংশিদার হওয়ার কিছুটা সুযোগ আমিও পেয়েছি।