মোদী গরিবের ঘরের জন্য টাকা পাঠালে তৃণমূল সরকার তোলাবাজদের বাছাই করা লোকেদের আপনার টাকা দিয়ে দেয়। আপনার কষ্টে, আপনার সমস্যায় তৃণমূলের একটুও কষ্ট হয় না। সন্দেশখালিতে গরিব, দলিত, আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা কী কী করেছে তা নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে, বললেন মোদী
নয় দিনে চতুর্থবার পশ্চিমবঙ্গে সভা করে ফের তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানের সভা থেকে মোদী বললেন, তৃণমূলের কাজ শুধু নারী নির্যাতন আর গরিবের টাকা লুঠ করা। লোকসভা নির্বাচনেই রাজ্য থেকে তৃণমূলকে হঠানোর দরজা খুলবে বলে এদিন মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছি। কিন্তু এখানকার তৃণমূল সরকার ১৪ লক্ষের বেশি মহিলাকে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সংযোগও দিতে দিচ্ছে না।
বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার দলিত, আদিবাসী, ওবিসি, আদিবাসী বিরোধী তৃণমূল সরকার আপনার রেশন প্রকল্পে দুর্নীতি করে রেখেছে। এদের নেতা, এদের মন্ত্রী রেশন দুর্নীতিতে জেলে আছে। মোদী বিনামূল্যে রেশনের সঙ্গে বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টিও দিয়েছে। কিন্তু দুর্নীতি ও গরিব বিরোধী তৃণমূল সরকার এখানে আয়ুষ্মান যোজনা লাগুই করতে দেয়নি। তৃণমূল সরকার আপনাকে প্রতি পদে লুঠ করছে। মোদী দিল্লি থেকে ১০০ দিনের কাজের টাকা পাঠায়।
কিন্তু এখানকার তৃণমূল সরকার নিজেদের তোলাবাজদের সুবিধার জন্য এখানে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড বানিয়ে লোকেদের দিয়েছে। মোদী গরিবের ঘরের জন্য টাকা পাঠালে তৃণমূল সরকার তোলাবাজদের বাছাই করা লোকেদের আপনার টাকা দিয়ে দেয়। আপনার কষ্টে, আপনার সমস্যায় তৃণমূলের একটুও কষ্ট হয় না। সন্দেশখালিতে গরিব, দলিত, আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা কী কী করেছে তা নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে। নারী নির্যাতন ও গরিবের টাকা লুঠ করা এটাই তৃণমূলের তোলাবাজদের কাজ’। প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপি শান্তি ও সৌহার্দ্যের দ্বারা সমস্ত প্রত্যাশা ও স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তো হাজার হাজার বছরের অপেক্ষার পরে অযোধ্যায় এক নয়ানাভিরাম রাম মন্দির তৈরি হয়েছে’।