FLIGHT 8678

ইন্ডিগোর বিমানের কঙ্কালসার চেহারা। ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিল নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেঙ্গালুরু থেকে ভোপাল যাওয়ার একটি ইন্ডিগো বিমানের আসনের ছবি। আর এই ছবি ভাইরাল হতেই বিমানের কঙ্কালসার চেহারা দেখে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে নেটপাড়ায়।

সম্প্রতি বেঙ্গালুরু থেকে ভোপাল যাওয়ার তিক্ত বিমান জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছেন ইয়াভানিকা রাজ শাহ নামে এক যাত্রী। হাজার হাজার টাকা ব্যয় করে বিমানের টিকিট কেটে নির্ধারিত আসনে বসতে গিয়ে চক্ষু চড়কগাছ যাত্রীর। সিট থাকলেও তাতে নেই কোন কুশন।

মুহূর্তেই সেই ছবি তিনি ফ্রেমবন্দী করেন। পরে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ সেই ছবি পোস্ট করেন।
পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। শাহ এক্স-এ তিনি তার পোস্টের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “সুন্দর @IndiGo6E — আমি আশা করি আমি নিরাপদে অবতরণ করব! এটি আপনার বেঙ্গালুরু থেকে ভোপাল 6E 6465 ফ্লাইট,”।

এদিকে এই ঘটনা সামনে আসতেই সাফাই দিয়েছে ইন্ডিগো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাত্রীর উদ্বেগের কথা জানার পরই সংস্থা জানিয়েছে পরিষ্কারের জন্য কুশনগুলি সরানো হয়েছিল। অবিলম্বে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে’। পোস্টটি দ্রুত ভাইরাল হয়েছে। পোস্টটি 970k ভিউ সহ হাজার হাজার মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।