11 people were injured in another road accident, students and drivers of TIT were seriously injured

ফের সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়েছে টি.আই.টি -এর শিক্ষার্থী ও চালক মিলে মোট ১১ জন আহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩জন। আজ রাজধানীর গোয়ালা বস্তি লাগোয়া এয়ারপোর্ট সড়ক এলাকায় ট্রিপারের সঙ্গে বাসের ধাক্কায় আহত হয়েছে তাঁরা। এদিকে মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জানা গিয়েছে, রাজধানীর গোয়ালা বস্তি লাগোয়া এয়ারপোর্ট সড়ক এলাকায় ট্রিপারের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে টি.আই.টি -এর কিছু শিক্ষার্থী ও চালক। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে বলেন, আজ একটি পথ দূর্ঘটনায় নরসিংগড় স্থিত টি.আই.টি -এর কিছু শিক্ষার্থী ও চালক গুরুতর আহত হয়েছে।

এদিন তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ও সকলকে আবারো সতর্কতা অবলম্বন করে যানবাহন চলাচল করতে আহ্বান রেখেছেন।