election commission

ত্রিপুরা রাজ্যে দুই দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। ১৯এপ্রিল প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোট নেওয়া হবে এবং ২৬এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনে ভোট নেওয়া হবে। ভোট গননা হবে চৌঠা জুন।

১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট । 
২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট। ২৬ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট। ৭ মে তৃতীয় দফায় লোকসভা ভোট। ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে ভোট। ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট। ২০ মে পঞ্চম দফায় লোকসভা ভোট। ২৫ মে ষষ্ঠ দফায় লোকসভা ভোট। ১ জুন সপ্তম দফায় লোকসভা ভোট। 

৭ দফায় দেশ জুড়়ে হবে দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন৷   ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল৷

১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷   প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷

Lok Sabha Elections 2024 Timetable Live Updates: সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, ভোটগণনা ৪ জুন

সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনি ২৬ এপ্রিল। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ জুন।

By Elections 2024: দেশের ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই

২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই। বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন বাকি। যত শূন্যপদ রয়েছে, সবকটি করান হবে।