অনেক অপেক্ষার পরেও আসন সমঝোতার প্রশ্নে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে ‘নমনীয়তা’র ইঙ্গিত পাচ্ছে না সিপিএম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর প্রার্থী হওয়ার প্রস্তাবে সমর্থনের ঘোষণা করে দেওয়া সত্ত্বেও তাঁর তরফে স্পষ্ট জবাব মিলছে না। এমতাবস্থায় আইএসএফ-কে ছাড়াই লোকসভা ভোটের অঙ্ক কষা শুরু করতে চাইছে সিপিএম। পরিবর্তিত পরিস্থিতিতে আইএসএফের জন্য ধরে রাখা আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলতে চলেছে তারা।
সমঝোতার প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের ৮ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। তার মধ্যে সিপিএম বা কংগ্রেসের প্রার্থী আছে, এমন কয়েকটি আসনও ছিল। শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদহ দক্ষিণের মতো আসন থেকে আইএসএফ-কে প্রার্থী তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল সিপিএমের তরফে। দফায় দফায় আইএসএফের সঙ্গে আলোচনা চালিয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী-সাংসদ বিকাশ ভট্টাচার্য। বামফ্রন্টের শরিক দল এবং কংগ্রেসের জন্য কেন্দ্র ছেড়ে আইএসএফের জন্য তিনটির বেশি আসন দেওয়া কঠিন, এই কথাই তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, ডায়মন্ড হারবারে নওসাদ প্রার্থী হলে সিপিএম ও কংগ্রেস মিলিত ভাবেই তাঁকে সমর্থন করবে। কিন্তু কোনও কিছুতেই ‘ইতিবাচক’ সাড়া মেলেনি বলে সিপিএম সূত্রের খবর। সেই কারণেই এ বার নওসাদদের জন্য ধীরে ধীরে দরজা বন্ধ করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট।