২০২২ সালে একটা চকোলেট বোমা ফেটেছিল’, ভূপতিনগর কাণ্ডে নন্দীগ্রামের ছায়া দেখছেন মমতা

Mamata Banerjee

দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারে গিয়েও ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইএ এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর অভিযোগ, ২০২২ সালে চকোলেট বোমা ফাটার ঘটনার দু বছর পর সক্রিয় হয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করছে জাতীয় তদন্তকারী সংস্থা৷

যেহেতু এনআইএ-র উপরে হামলার ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় ঘটেছে, তাই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷ এনআইএ অথবা কেন্দ্রীয় এজেন্সি নিচুতলার তৃণমূল কর্মীদের গ্রেফতার করলে কী কৌশল নিতে হবে, এ দিন দলের নেতা কর্মীদের তা নিয়েও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়৷ স্থানীয় এক তৃণমূলনেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এই ঘটনার তদন্তে নামে এনআইএ৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই কয়েকজন তৃণমূল নেতা সহ আট জনকে তলব করা হয়৷

কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে এনআইএ তলব এড়ান প্রত্যেকেই৷ এর পর আজ ভোরে ভূপতিনগরের অর্জুননগরে হানা দেয় এনআইএ-র একটি দল৷ মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতি নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়৷ এর পরেই একদল গ্রামবাসী এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে৷ বাঁশ, লাঠি, ইট ছোড়া হয় বলে অভিযোগ৷