Mamata Banerjee

দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারে গিয়েও ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইএ এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর অভিযোগ, ২০২২ সালে চকোলেট বোমা ফাটার ঘটনার দু বছর পর সক্রিয় হয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করছে জাতীয় তদন্তকারী সংস্থা৷

যেহেতু এনআইএ-র উপরে হামলার ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় ঘটেছে, তাই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷ এনআইএ অথবা কেন্দ্রীয় এজেন্সি নিচুতলার তৃণমূল কর্মীদের গ্রেফতার করলে কী কৌশল নিতে হবে, এ দিন দলের নেতা কর্মীদের তা নিয়েও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়৷ স্থানীয় এক তৃণমূলনেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এই ঘটনার তদন্তে নামে এনআইএ৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই কয়েকজন তৃণমূল নেতা সহ আট জনকে তলব করা হয়৷

কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে এনআইএ তলব এড়ান প্রত্যেকেই৷ এর পর আজ ভোরে ভূপতিনগরের অর্জুননগরে হানা দেয় এনআইএ-র একটি দল৷ মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতি নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়৷ এর পরেই একদল গ্রামবাসী এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে৷ বাঁশ, লাঠি, ইট ছোড়া হয় বলে অভিযোগ৷