রাজ্যে নির্বাচনী প্রচারে এসে জনজাতিদের উন্নয়নের প্রসঙ্গ নিয়ে কংগ্রেস এবং কমিউনিস্ট সরকারকে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখে ছিল কমিউনিস্টদের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং জনজাতি অংশের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি।
পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভরসা রাখুন! কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তার মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে।
সোমবার কুমারঘাট পি ডব্লিউ ডি ময়দানে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেন, দেশে দীর্ঘ সময় ধরে কংগ্রেস শাসন করেছে। কিন্তু কোন জনজাতিকে দেশের রাষ্ট্রপতি বানায়নি। কিন্তু জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি বানিয়ে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উড়িষ্যার জনজাতি মহিলা দ্রৌপদী মুমুকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন।