এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গদ্দার’ মন্তব্যের পালটা জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। ভোটের প্রচারে তাঁকে গদ্দার বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই মন্তব্যে সুর চড়ালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার বীরভূমের নলহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অভিনেতা তথা বিজেপি নেতার সাফ মন্তব্য, ‘আমাকে গদ্দার বললে, আমি ওঁকে গদ্দারি বলব। এনাফ ইজ এনাফ।’
সোমবার দুপুরে কপ্টার চড়ে নির্ধারিত সময়ে নলহাটিয়ে পৌঁছান মিঠুন চক্রবর্তী। এরপর নলহাটি শহর এলাকায় রোড শো করেন। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে ২ নম্বর ব্লকের আকালিপুরের মাঠে সভায় যোগ দেন। রোড শো-র আগে নলহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তীব্র আক্রমণাত্মক উগড়ে দেন ক্ষোভ। মুখ্যমন্ত্রীর গদ্দার প্রসঙ্গ টেনে এ দিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে গদ্দার বলেছেন। এত দিন আমি চুপ ছিলাম। কিন্তু, আমারও পরিবার আছে। ছেলে-মেয়ে, মা-বাবা রয়েছে। রামায়ণে যেমন সীতা মা আছেন, শূর্পণখাও আছে। আমিও আঘাত করব। আমাকে গদ্দার বললে এ বার থেকে মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রীকে গদ্দারনি বলব!’
এ দিন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফুঁসে উঠেছেন মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেছেন, ‘এ বার সরকার পরিবর্তন না হলে, মানুষকে আরও বড় দুর্নীতির মুখে পড়তে হবে। কেউ ওদের আটকানোর থাকবে না।’ একই সঙ্গে মন্তব্য, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে অশালীন ভাষা! তিনি বলছেন, স্লিপ অফ টাং। তা হবে কেন? ওঁর মুখ দিয়ে সব কথা বের হয়ে যায়?’