Amit Shah Minister of Home Affairs of India

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখই নরেন্দ্র মোদী ৭৫ বছরে পা দেবেন। তার পর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? যদি তা-ই হয়, তবে মোদীর পরে প্রধানমন্ত্রী মুখ কে হবেন? অমিত শাহ? শনিবার এমন প্রশ্নই তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। এ বার সেই প্রশ্নেরই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, আগামীতে মোদীই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। নেতৃত্ব দেবেন দেশকে

শনিবার এক জনসভা থেকে শাহ বলেন, ‘‘আমি অরবিন্দ কেজরীওয়াল এবং ‘ইন্ডিয়া’ জোটকে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এ জাতীয় কিছুরই (৭৫ বছরের বয়সসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী হিসাবে মোদীই মেয়াদ শেষ করবেন। আগামীতে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির মধ্যে এ নিয়ে কোনও বিভ্রান্তি নেই।’’

আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেজরীওয়ালের ২১ দিনের জামিন মঞ্জুর করেছে। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরীওয়াল। সস্ত্রীক মন্দিরে পুজো দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই মোদী এবং বিজেপিকে একাধিক ইস্যুতে নিশানা করেছেন কেজরী।