Modi

রাম মন্দির ইস্যু নিয়ে কংগ্রেসকে একের পর এক আক্রমণ করে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে রাম মন্দিরে তালা লাগিয়ে দিতে চায়। আর এবার রাম মন্দির নিয়ে মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলের একটি মন্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাম মন্দিরের শুদ্ধিকরণ হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর পাল্টা জবাবে নরেন্দ্র মোদী করেন কটাক্ষ

কংগ্রেস নেতা জানান, দেশের চার শঙ্করাচার্যকে দিয়ে রাম মন্দিরের শুদ্ধিকরণ হবে। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদী ধর্মীয় রীতিনীতি না মেনেই রাম মন্দিরের উদ্বোধন করেছেন। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সেগুলির সংশোধন করা হবে এবং শুদ্ধিকরণ করা হবে। নানা পাটোলে আরও বলেন, ‘শুধু যে আমি এই কথা বলছি তাই নয়, চার শঙ্করাচার্যও বলেছেন যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় সঠিক আচার-অনুষ্ঠান অনুসরণ করা হয়নি। শঙ্করাচার্যরা যেভাবে বলেছেন আমরা সেভাবেই রাম মন্দিরের শুদ্ধিকরণ করব।’ 

তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে আরও বলেন, ‘আমাদের সনাতন ধর্ম অনুযায়ী, যদি পরিবারের কেই মারা যান তাহলে আমরা মাথা ন্যাড়া করি। কিন্তু, নরেন্দ্র মোদী তা করেননি।’

এর জবাবে মোদী বলেন,’ সদ্য আমাদের রাষ্ট্রপতি অযোধ্যা রামলালার দর্শন ও পুজো করতে গিয়েছিলেন। যখন উনি পুজো অর্চনা করে এলেন, তো তখন কংগ্রেস আঠেরোশো শতকের মানসিকতা নিয়ে বলছে এখন আমরা রামমন্দিরের শুদ্ধিকরণ করব। এই কথা মুম্বইতে প্রেস কনফারেন্স করে বলে কংগ্রেস। ওঁরা বলছে রামন্দির গঙ্গাজল দিয়ে ধোবেন।’