FB IMG 17161363755842

সুমন সাহা, আগরতলা : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সাধারণত প্রতিদিন একবার না একবার হলেও চোখ যায় বিশ্ববিদ্যালয়ে ঘড়িটায়।এরকম একটা স্পর্শকাতর এরিয়ার মধ্যে এই ঘড়িটা আজ থেকে প্রায় দুই আড়াই মাস হবে বন্ধ হয়ে পড়ে আছে। এদিকে কর্তৃপক্ষের নেই কোন হেলদোল। যেখানে ছাত্র-ছাত্রীদের ডিসিপ্লিন এর কথা বলা হয় এবং শেখানো হয়, সেখানে যদি সময়ের প্রতি এত অবহেলা হয়, তা নিয়ে সন্দেহ প্রকাশ সমাজের একশ্রেণীর মানুষের।

যেখানে ত্রিপুরা ইউনিভার্সিটি রাজ্যের অন্যতম একটি জাতীয় সড়ক NH-8 জাতীয় সড়কের সাথে অবস্থিত ,এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাফেরা করে এবং ত্রিপুরার বাইরে থেকে যেসব টুরিস্টরা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারাও ত্রিপুরা ইউনিভার্সিটি দিকে তাকান তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটির এবং রাজ্যের উপর কি মনোভাব সৃষ্টি হচ্ছে বহিরাগতদের?