সুমন দত্ত গুপ্ত, বিলোনিয়া প্রতিনিধি
বিলোনিয়া মহাকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের জনতার রায় ইভিএম বন্দি হয়ে আছে বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুমে । আগামী চৌঠা জুন সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে । ভোট গণনার প্রস্তুতি এবং আচরন বিধি নিয়ে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন।
এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় শুক্রবার বিকেল চারটা নাগাদ বিলোনিয়া মহাকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রিঙ্কু লাথারের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। রাজ্যে দুই দফা ভোট পর্বের মতো ভোট গণনাও যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সব রাজনৈতিক দলের কাছে আহবান রাখেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে । এছাড়া তিনি ভোট গননা কেন্দ্রে যেতে হলে কি কি নিয়ম নির্দেশিকা মানতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন । তিনি একটি কথাই বলেন যাতে সকলে গননা কেন্দ্রে নির্বাচনি আচরণ বিধি পালন করে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ভোট গননা কেন্দ্রে কি কি আচরণ বিধি পালন করতে হবে সেই বিষয়েও মহকুমা শাসক রিঙ্কু লাথার অবগত করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ।
এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক, এ আরও রিংকু লাথার ছাড়া ছিলেন ডিসিএম সঞ্জয় শীল।