আগরতলা পুর নিগমের মেয়র পদের দায়িত্বে থেকেই বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দীপক মজুমদার। গত ডিসেম্বর মাসে রামনগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যু হয়। গত ১৯ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।
উপনির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার বিধানসভার লবিতে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেন দীপক মজুমদার। এইদিন দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার বলেন, তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। রামনগর বিধানসভা এলাকার যারা ওনাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে আগামি দিনে তিনি কাজ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন। তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন সকলের প্রিয় দীপক মজুমদার বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন, এইটা আনন্দের বিষয়।
তিনি বিধায়ক দীপক মজুমদারকে শুভেচ্ছা জানান। এবং আগামী দিনে দীপক মজুমদারের সহায়তায় ত্রিপুরা বিধানসভার সমৃদ্ধি হবে বলে আশা করেন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রী সভার সম্প্রসারণ হচ্ছে না এবং কোন সিদ্ধান্ত নেই। আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী সভার সকল সদস্য সদস্যা, বিধায়ক, বিধায়িকা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব নয়া বিধায়ক দীপক মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।