Agartala Government Medical College has increased the number of seats in MBBS Under Graduate Course from 100 to 150.
Agartala Government Medical College has increased the number of seats in MBBS Under Graduate Course from 100 to 150.

রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রসারে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে এবার ন্যাশনেল মেডিকেল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০করল।

বর্তমান শিক্ষা বর্ষ থেকে এটি কার্যকর হবে। এই আসন সংখ্যা বৃদ্ধি আমাদের রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে। রাজ্যের জনগণকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর।

এরই অঙ্গ হিসেবে ধারাবাহিকভাবে সরকার সুপার স্পেশালিস্ট স্পেশালিস্ট সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ্য বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে।

Tweet by Chief Minister, Tripura Dr Manik Saha