মহিলাদের সুরক্ষা ও কল্যাণের স্বার্থে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য সামিল হতে হবে।
রবিবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে আগরতলার সরকারি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র তিথি উপলক্ষে আজ আমার সরকারি বাসভবনে বোনেরা আসেন এবং আমার জন্য আশীর্বাদ কামনা করেন। কেউ যাতে আমার অমঙ্গল করতে না পারেন এবং আমার যাতে দীর্ঘায়ু হয় সেজন্য প্রার্থনা করেন। আমি খুবই খুশি ও আপ্লুত। ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহিলা মোর্চা থেকে শুরু করে কর্পোরেটর সহ সবাই এসেছেন। আমিও তাদের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। বোনেদের রক্ষা করা আমাদের অন্যতম কর্তব্য। তাদের জীবন যাতে সুখ স্বাচ্ছন্দ্যে কাটে এবং তাদের আর্থ সামাজিক অবস্থার আরো উন্নয়ন হয় সেই প্রত্যাশা রাখি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলের উন্নয়নের জন্য খুবই আন্তরিক। তিনি সবসময় মানুষের কল্যাণে দিশা দেখান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং আমাদের সরকারের পক্ষ থেকে মহিলাদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাদের জন্য বিভিন্ন বেনিফিসিয়ারি স্কিম বাস্তবায়ন করা হচ্ছে। আজকের শুভ মুহূর্তে আমি শুধু এটা বলতে চাই যে আমরা একসাথে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনদের কাছ থেকে ভাইফোঁটা গ্রহণ করি। ভাই-বোনের পবিত্র সম্পর্ক উদযাপনের এই মঙ্গল অনুষ্ঠানে আগত সকল বোনেদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
এই শুভ তিথিতে আমি রাজ্যের সকল বোনদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গিকার করি।
ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে ভাই ফোঁটা দেন বিধায়িক অন্তরা দেব সরকার, মীনা রাণী সরকার সহ অন্যান্যরা।