Tripura Journalist Union demand immediate justice for the murder of Two Journalists
Tripura Journalist Union demand immediate justice for the murder of Two Journalists

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে গতকাল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে এক স্মারক লিপি প্রেরণ করা হয়।

২০১৭ সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকশান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিক কে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি।

সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআই এর হাতে তদন্তভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। উল্লেখ করা যেতে পারে দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যার পর রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতিকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছিলেন।

পরবর্তী সময়ে সি বি আই এর কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোনও অগ্রগতি হয়নি। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে সুদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিকে সামনে রেখে আয়োজিত স্মরণসভায় ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় সচিব প্রনব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, শানিত দেবরায় প্রমূখ সাংবাদিকদের সামনে একথা ব্যক্ত করেন এবং উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল অলক ঘোষ কার্যকরী কমিটি সকল সদস্য এবং সিনিয়র সাংবাদিক অরুণনাথ প্রমূখ।

দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেছেন।