School Students suffering due to unavaibality of dining hall in a school in Charilam
School Students suffering due to unavaibality of dining hall in a school in Charilam

বাস্তবে উন্নয়নে কি তালা দিয়েছে বিজেপি, আই পি এফ টিতিপরা মথার জোট সরকার?

মুখে মুখে থানসা, বিকাশ এবং সুশাসনের গল্প শোনালেও বাস্তবে চিত্র করুন! চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের কচিকাঁচারা প্রতিদিন রোদ, বৃষ্টিতে ক্লাসের বারান্দায় বসে মিড ডে মিল খাবার খায়। এবং এই কচিকাঁচাদের সঙ্গী কুকুর, মোরগ। এই দৃশ্য লক্ষ্য করা গেল শুক্রবার।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পনিরাম দেববর্মা জানান, দীর্ঘদিন ধরে এভাবে কচিকাঁচারা ক্লাসের বাইরে বসে মিড ডে মিল খাবার খায়। ডাইনিং ঘরের জন্য তাদের এভাবে বাইরে বসে খেতে হচ্ছে। রোদের মধ্যেও এভাবে তাদের খেতে হয়। বৃষ্টি হলে ক্লাসের মধ্যে বসে খায়। বহুবার এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন চারজন। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৪ জন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চায় এই কচিকাঁচাদের জন্য যাতে ডাইনিং ঘরের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

আশ্চর্যের বিষয় হলো, ৫৪ জন ছাত্রছাত্রীর জন্য এলাকার জন দরদী থানসা বিধায়ক পর্যন্ত এগিয়ে আসছে না। কিন্তু এ বিষয়ে অবগত রয়েছেন এলাকার বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা চাইলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাবার গ্রহণ করাটা অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ যে রাজ্যের মন্ত্রী বিধায়কদের উন্নয়নের পরিকাঠামো বাড়ে সে রাজ্যে সাধারণ মিড ডে মিল পরিষেবার এ হাল সেটা ভাবতেও পারে না জনগণ। এবং এই কথাগুলি এলাকার মানুষের মুখে উঠছে।