নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য কাজ করছে সরকার। কিন্তু একটা অংশ মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে তথাকথিত বিরোধী রাজনৈতিক দল। এই বিভ্রান্তে শিকার কেউ যাতে না হয় তার জন্য মাঠে নেমেছে যুব মোর্চা।
শুক্রবার আগরতলা শহরে যুব মোর্চার বাইক মিছিল থেকে এই কথা বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। সাব্রুম থেকে শুরু হয়েছে এই বাইক মিছিল। শুক্রবার আগরতলায় এসে পৌঁছেছে।
আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই বাইক মিছিল। প্রদেশ যুব মোর্চার সভাপতি জানান, সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত নমো বাইক যাত্রা একটি ঐতিহাসিক কার্যক্রম। এই বাইক মিছিল থেকে যুবকদের এক সুতায় বাধার চেষ্টা করছে যুব মোর্চা। আরো বলেন, আগামী দিন নেশা মুক্ত ত্রিপুরা হবে। যুব সমাজ যাতে নেশা থেকে দূরে সরে এসে খেলার মাঠে আসে এবং ঐক্যবদ্ধ ত্রিপুরা গড়ার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এ রাজ্যের তথাকথিত কিছু বিরোধীদল রাজ্য সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর জবাব দিতে এই কার্যক্রম বলে জানান তিনি।