‘পুষ্পা-দ্য রুল’ (Pushpa 2) ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা। আজ মুক্তি পেল অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)-র ছবি ‘পুষ্পা ২’।
এর আগের দিন, অর্থাৎ ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সন্ধ্যা থিয়েটারে এদিন এই ছবি দেখতে লোক ভেঙে পড়েছিল। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। তবে সেই প্রিমিয়ারেই ঘটে গেল দুর্ঘটনা। এনডি টিভি ও হিন্দুস্থান টাইমস-এর সূত্রের খবর, এদিনের প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের চাপে মারা যান একজন মহিলা অনুরাগী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই মহিলার ছেলেও।