Demise of Indi's former Prime Minister Dr Monmohan Singh
Demise of Indi's former Prime Minister Dr Monmohan Singh

আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক থাকবে দেশজুড়ে। শুক্রবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয়, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পালিত হবে গোটা দেশে। সমস্ত জায়গায় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের দিন বিদেশের সমস্ত দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

সকাল সাড়ে ৭টা: সম্ভবত শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। এখনও সরকারিভাবে কংগ্রেসের তরফে কিছু ঘোষণা করা হয়নি। 

সকাল ৭টা: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। কালো ব্যান্ড পরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল।