BJP Tripura Doctor Cell organized free Health Camp at Kamalpur
BJP Tripura Doctor Cell organized free Health Camp at Kamalpur

বিজেপি ত্রিপুরা প্রদেশের ডাক্তার সেল ও সুরমা মন্ডশলর যৌথ উদ্যোগে ধলাই জেলার অন্তর্গত কমলপুরের মরাছরা তে স্বাস্থ্য শিবির অনুস্থিত হয়।

৩০জন শিশু সহ চারশতাধিক লোক চারশতাধিক লোক এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিনামূল্যে ঔষধ বিতরনের পাশাপাশি, শিবিরে আগত রোগীদের বিনামূল্যে রক্তপরীক্ষা, প্রেসার ও ওজন পরিমান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ডেন্টিস্ট, চক্ষু বিশেষজ্ঞের দ্বারা পরিষেবা প্রদান করা হয়।

WhatsApp Image 2024 12 29 at 15.19.36 7115460c

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, সুরমা মণ্ডল সভাপতি সুভাষ আহীর ততসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ডক্টর সেল ধলাই মহকুমার ভারপ্রাপ্ত কনভেনর ডা দীপা দেববর্মা।

তাছারা ডক্টর সেলের পক্ষে পরিষেবা প্রদান করেন ডা দীপা দেববর্মা, ডা সিমপল দেববর্মা, ডা অমৃতা ধর, ডা হ্যাপি চাকমা, ডা গৌতম দেবনাথ, ডা পার্থ সরকার, ডা সুমন সরকার, ডা জ্যোতিষ আহির, ডা ভাস্কর চক্রবর্তি, ডা সঞ্জয় দাস, ডা রোহণ সিনহা চৌধুরী।

WhatsApp Image 2024 12 29 at 15.19.39 398ddf74

বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে এই আয়োজনে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সংবাদ মাধমের মুখোমুখি হয়ে বিধায়িকা এই উদ্যোগের ভুয়্যাসীপ্রস্যসা করেন। আগামীদিনেও এই প্রয়াস জারি রাখার জন্য স্ক্লের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও জানান যে উনার বিধানসভা এলাকায় এতাই সর্বপ্রথম স্বাস্থ্য শিবির যার দ্বারা এলাকার সর্ব অংশের লোক এর সুফল লাভ করতে সমর্থ হয়েছেন।

পাশাপাশি ডা দীপা দেববর্মা এই কর্মসূচী সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেন। তিনি জানান আগামী দিনেও সংঘঠনের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচী জারি থাকবে, তাছারা তিনি আরও বলেন ত্রিপুরা বিজেপি ডক্টর সেলের ভারপ্রাপ্ত কনভেনর ডা সুশান্ত রায়ের সহজোগিতায় এইতা বাস্তব হয়েছে।