আরোগ্য দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ভলান্টিয়ার্সোসিয়েশনের যৌথ উদ্যোগে ১২ই জানুয়ারি ২০২৫ ইং ভারত মাতার বীর সন্ন্যাসী তথা স্বামী বিবেকানন্দর ১৬৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে এই মহামানবের দর্শনকে পাথেয় করে “জীবের সেবা মাত্রই ঈশ্বর সেবা” এই ভাবধারাকে হৃদয়ে পরিস্ফুটিত করে শহর আগরতলা থেকে স্থিত বনেদি হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আরোগ্য দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সহযোগিতায় তেলিয়ামুরা শান্তিনগর স্থিত সারদাময়ী বিদ্যাপীঠ স্কুলে একমেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই স্বাস্থ্য শিবিরের সময় নির্ধারিত করা হয় দুপুর ১২ টা হইতে বিকাল ৪ঃ৩০ পর্যন্ত। এদিন সারাদিনব্যাপী আয়োজিত শিবিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার ফলে অতিরিক্ত এক ঘণ্টা পরিষেবা প্রদান জারি রাখা হয়। প্রতিবারের ন্যায় স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় পাশাপাশি বিনামূরে রক্ত পরীক্ষা ও প্রেসার মাপার সুবিধা উপলব্ধ করা হয়।
তেলিয়ামুড়া পৌর নিগমের চেয়ারপারসন তথা ৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীযুক্ত রূপক সরকার মহোদয় সমেত ৬ নম্বর ওয়ার্ডের উপর শ্রীমতি বাবলি মজুমদার রায় মহোদয়া সহ অন্যান্যরা এই শিবিরের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।
আরোগ্যতা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন সংস্থার কর্ণধার ডাঃ দীপা দেববর্মা এবং শ্রী দিবাকর সহ চিকিৎসক ডাঃ অগ্রজিত দত্ত এবং ডাঃ কোহেলি পাল যাবতীয় চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তেলিয়ামুড়া পুরো নিগমের চেয়ারপারসন তথা কর্পোরেটর শ্রীযুক্ত রূপক সরকার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। আগামী দিনেও এই প্রয়াস জারি রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।
পাশাপাশি সংস্থার কর্ণধার ডাঃ দীপা দেববর্মা মহোদয়া তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমস্ত ডাক্তার সহযোগী ও সহকারীদের হাতে হাত মিলিয়ে সেবার মহৎ উদ্দেশ্যকে সফলভাবে কার্যকরী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সকল ওষুধ প্রদানকারী সংস্থাগুলোকে যাদের সহযোগিতা ছাড়া বিনামূল্যে ওষুধ প্রধান সম্ভব হতো না। পাশাপাশি সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আরও শক্তিশালী ও দৃঢ় করার আহবান জানান। আগামী দিন ও সংস্থার পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি জালি থাকবে বললে মত প্রকাশ করেন উনি।