CRPF jawan kills his 2 collegues and himself too
CRPF jawan kills his 2 collegues and himself too

নিজেরই দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও গুলি করে আত্মহত্যার অভিযোগ উঠল মণিপুরের এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আরও অভিযোগ, তাঁরই ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ মণিপুরের রাজধানী ইম্ফলের ল্যামসাংয়ে সেনা ছাউনিতে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অভিযুক্ত জওয়ান বাহিনীর ১২০তম ব্যাটেলিয়নে ছিলেন বলে মণিপুর পুলিশ এক্স হ্যান্ডলে দাবি করেছে। তিনি নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি ছোড়েন বলে অভিযোগ। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও সিআরপিএফের সিনিয়র আধিকারিকরা। আহত জওয়ানদের দ্রুত ইম্ফলেরই রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে।

মণিপুর পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘এক দুর্ভাগ্যজনক ঘটনায় আজ রাত ৮টা নাগাদ ইম্ফলের পশ্চিম জেলার ল্যামসাংয়ে সিআরপিএফ ছাউনির মধ্যেই সম্ভবত ‘ভ্রাতৃঘাতী’ এক হামলার ঘটনার জানা গিয়েছে। এক সিআরপিএফ জওয়ান নিজেরই দুই সিআরপিএফ সহকর্মীকে গুলি করে হত্যা ও ৮ জনকে আহত করেন বলে জানা গিয়েছে। পরে তিনি নিজেও ওই বন্দুকের সাহায্যেই আত্মহত্যা করেছেন। ওই জওয়ান F-120 Coy CRPF-এর সদস্য ছিলেন। হামলার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও সিআরপিএফের সিনিয়র আধিকারিকরা।’