Atif Aslam shares advice on healing after a breakup.
Atif Aslam shares advice on healing after a breakup.

ফেব্রুয়ারি মাসে আকাশ-বাতাসে ভালোবাসার গন্ধ। হাতে-হাত ধরে ঘোরা। আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতির মালা গাঁথা। এই সময়ই তো কানে ভেসে আসে, ‘বসন্ত এসে গেছে…’ গান। কিন্তু ভাবুন তো, এমন ভরা প্রেমের মরশুমে যদি আচমকা ব্রেকআপের ধাক্কা লাগে, তাহলে! হ্যাঁ, বসন্তে মন ভেঙেছে বহু প্রেমিক-প্রেমিকার। কিন্তু তাই বলে তো আর জীবন শেষ হয়ে যায়নি। আপনারও যদি সম্প্রতি প্রেমে ছেদ পড়ে থাকে, তাহলে নাকের জলে, চোখের জলে হবেন না। বরং শুনে নিন খোদ আতিফ আসলাম কী বলছেন! ভালোবাসা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ দিলেন পাক গায়ক।

ভালোবাসায় মন ভাঙলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কারও কারও রাতের ঘুম ওড়ে। কারও আবার খাওয়াদাওয়া অনীহা তৈরি হয়। নিমেষে গোটা দুনিয়াটাই যেন ফ্যাকাসে হয়ে যায়। এমনটা হলে আতিফের পরামর্শ, নিজেকে আরও উন্নত করার দিকে নজর দিন। আগামী দিনে আপনি কীভাবে আরও সাফল্য পাবেন, আরও ভালো মানুষ হয়ে উঠতে পারবেন, সেদিকে ফোকাস করুন।

তারকা গায়কের কথায়, “জীবনে আরও অনেক বড়বড় কাজ করার আছে। জীবনের উদ্দেশ্য শুধুই ব্রেকআপ, মেকআপ তো নয়। আমার মনে হয়, এর চেয়ে নিজের কেরিয়ারের দিকে নজর দেওয়া ভালো। সাফল্য অর্জন করতে হবে। আর এত টাকা আয় করতে হবে যে একটা সম্পর্ক নিজে থেকে তোমার কাছে এসে জিজ্ঞেস করবে, ‘বল কী চাও’!” এরপরই মজা করে বলেন, “জীবনে সবচেয়ে ভালো কাজ করেছ যে ব্রেকআপটা করে ফেলেছ। যদি নিজে থেকে করে থাকো, তাহলে আরও ভালো।”

আতিফের ভিডিও আপাতত নেটদুনিয়ার চর্চায়। অনেকেই লিখেছেন, দারুণ উপদেশ দিয়েছেন আতিফ। সহমত পোষণ করে অনেকে লিখেছেন, জীবনে কেরিয়ারকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। কী ভাবছেন? আপনিও এমন পরামর্শ মেনেই চমকে দেবেন নাকি এক্সকে!