ndia vs Pakistan ODI record ahead of the 2025 Champions Trophy!
ndia vs Pakistan ODI record ahead of the 2025 Champions Trophy!

আজ খেলার মাঠে বিশ্বের সবচেয়ে বড় লড়াইচ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। যে টুর্নামেন্টে শেষবার ফাইনালে বিরাট বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাবর আজমের দল। প্রশ্ন হল এবার কী হবে? চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে রবিবাসরীয় দুবাইয়ে শেষ হাসি হাসবে কে? সেই প্রশ্নের উত্তর ঘিরেই উত্তেজনার পারদ চড়ছে মরুশহরে।

চলতি টুর্নামেন্টে ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তাননিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তা মহম্মদ রিজওয়ানরা। আজ আগামিকাল রোহিত শর্মাদের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে আয়োজক দেশের। এদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চনমনে ভারতীয় শিবির। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই নজরকাড়া পারফর্ম করেছেন টিম ইন্ডিয়ার তরুণ এবং অভিজ্ঞ তারকারা। তাই হিসেব মতো খানিকটা অ্যাডভান্টেজে থেকেই নামবে ভারত। যদিও যুবরাজ সিংয়ের মতো প্রাক্তনীরা সম্মানের লড়াইয়ে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন। বলে রাখা ভালো, ওয়ানডের ইতিহাসে কিন্তু এখনও পর্যন্ত জয়ের নিরিখে পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে ভারত।

অতীত পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত মোট ১৩৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে দুই দল। যেখানে ৫৭ ম্যাচে জয়ী ভারত। আর পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে। অমীমাংসিত থেকেছে পাঁচটি। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও কিন্তু জয়ের দিক থেকে এগিয়ে পড়শি দেশই। মোট পাঁচবারের সাক্ষাতে পাক দল জিতেছে তিনটি ম্যাচ। দুটিতে জয় পেয়েছে ভারত। তাই রিজওয়ানদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা রোহিত শর্মাদের কাছে বেশ স্পষ্ট। তাছাড়া এমন হাইভোল্টেজ ম্যাচের আগে প্রত্যাশার চাপ তো থাকেই।তবে রোহিতদের স্বস্তি দিতেই পারে ভারত-পাকিস্তান শেষ পাঁচ ওয়ানডের পরিসংখ্যান। শেষ পাঁচটির চারটিতেই জিতেছিল টিম ইন্ডিয়া। একটি অমীমাংসিত। চার জয়ের মধ্যে আবার শেষ দুটি জয় এই দুবাইয়ের মাটিতে। তাছাড়া দুবাইতে এখনও পর্যন্ত কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। এবার দেখার, দুবাইতে জয়ের ধারা বজায় রেখে রবিবারই সেমিফাইনালে ভারত পৌঁছে যায় কি না।

তবে রোহিতদের স্বস্তি দিতেই পারে ভারত-পাকিস্তান শেষ পাঁচ ওয়ানডের পরিসংখ্যান। শেষ পাঁচটির চারটিতেই জিতেছিল টিম ইন্ডিয়া। একটি অমীমাংসিত। চার জয়ের মধ্যে আবার শেষ দুটি জয় এই দুবাইয়ের মাটিতে। তাছাড়া দুবাইতে এখনও পর্যন্ত কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। এবার দেখার, দুবাইতে জয়ের ধারা বজায় রেখে রবিবারই সেমিফাইনালে ভারত পৌঁছে যায় কি না।