পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-খোয়াই সড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধকারিরা জানান দীর্ঘ তিনমাস ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। একটা সময় এলাকাবাসিদের কথা চিন্তা করে এলাকায় একটি জলের পাম্প মেশিন বসানো হলেও, তিন মাস পূর্বে পাম্প মেশিনটি বিকল হয়ে যায়। তারপর থেকে এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দেয়। এলাকাবাসিরা বহুবার পানীয় জলের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়েছে।
এমনকি এডিসি ভিলেজের চেয়ারম্যানও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বারে বারে যোগাযোগ করেছেন। কিন্তু দপ্তরের আধিকারিকরা এলাকায় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। তাই বাধ্য হয়ে এদিন তারা পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর। তিনি সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। পরবর্তী সময় তিনি কথা বলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অফিসের কর্মীদের সাথে। অফিস থেকে দপ্তরের এসডিও সহ ইঞ্জিনিয়াররা ছুটে যায় অবরোধস্থলে। তারা কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তাদেরকে আশ্বাস দেন এলাকায় পানীয় জলের সমস্যা নিরসন করা হবে। বৃহস্পতিবার থেকে পাম্প মেশিন সারাই করার কাজ শুরু করা হবে। এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয় বলে জানান কমলপুর থানার ওসি। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও এবং ইঞ্জিনিয়ারের আশ্বাসে সড়ক অবরোধকারিরা এইদিন সড়ক অবরোধ মুক্ত করে দেয়। তবে এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় সাধারন মানুষকে। এখন দেখার সড়ক অবরোধকারীদের দাবি পূরণ হয় কিনা।