JP Nadda attacks Congress & CPIM on his speech at Swami Vivekananada Maidan
JP Nadda attacks Congress & CPIM on his speech at Swami Vivekananada Maidan

ক্ষমতা দখল করা বিজেপির লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। তাই এই দল মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে। এই জন্য মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করছেন এবং ভাল কাজের জন্য বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছেন। এই অভিমত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা’র।

ত্রিপুরায় দ্বিতীয় দফায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার আস্তাবল ময়দানে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের দুই বছরে রাজ্যের সাধারণ মানুষ ব্যাপক ভাবে উপকৃত হচ্ছেন। এর আগেও রাজ্যে যে পাঁচ বছর বিজেপি সরকার ছিল তখনও মানুষের কল্যাণে অনেক কাজ করা হয়েছে।

২০১৯ এবং ২০২৪ এই দুটি লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন থেকেই বিজেপি প্রার্থীদের জয়ী করে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করছেন কারণ তারা মানুষের জন্য চিন্তা করেন এবং দিনরাত কাজ করেন। একেবারে প্রান্তিক এলাকায় বসবাসকারী সাধারণ মানুষদের মধ্যেও যাতে সব ধরনের সরকারি সুবিধা পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছে, তাই এই রাজ্যের মানুষ বারবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। বিরোধীরা ত্রিপুরায় আর কখনো ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য করে নাড্ডা বলেন, কারণ তারা মানুষের কল্যাণে কোন কাজ করেনি। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই নয় সারা দেশেই বিজেপি মানুষের কল্যাণে কাজ করছে। তাই বিভিন্ন রাজ্যে পরপর ক্ষমতায় আসছে। গুজরাটে বিজেপি টানা ছয়বার ক্ষমতায় এসেছে। বিজেপি সরকার গরীব এবং পিছিয়ে পড়া মানুষের সরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

ত্রিপুরার রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, ত্রিপুরা বামেদের রাজত্বে রক্তে লাল হয়ে থাকত। এখন তার পরিবর্তন এসেছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে এই রাজ্যে। সরকারি অফিসগুলিকে ডিজিটাইজেশনের মাধ্যমে আধুনিক এবং উন্নত করা হয়েছে। বিধানসভার সব কাজকর্ম এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। এই রাজ্যের যে উন্নয়ন হয়েছে তা অটল বিহারী বাজপায়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এবং নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর।

বাম এবং কংগ্রেসের প্রসঙ্গ টেনে তিনি বলেন তারা প্রকাশ্যে লড়াই করার কথা বললেও ভেতরে ভেতরে তাদের মধ্যে ব্যাপক মিল রয়েছে, যার প্রতিফলন গত নির্বাচনে দেখা গিয়েছে। এ দুটি দল মিলে ত্রিপুরাকে রক্তে লাল করেছিল। প্রতিদিন খুন এবং ধর্ষণের ঘটনা ঘটত। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে এই রাজ্যে বহু বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে নারীরা রাতের আঁধারেও নিরাপদে চলাফেরা করতে পারছেন।