হরিশনগর চা বাগানে নিয়তি তাঁতির বাড়িতে বসে পাঁচন খেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
আজ চৈত্র সংক্রান্তির বিশেষ দিনটিতে হরিশনগর চা বাগানে নিয়তি তাঁতির বাড়িতে সমস্ত বাগান শ্রমিক ভাই বোনেদের সাথে বসে পাঁচন খেলেন সাংসদ বিপ্লব। পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে বসে অনেকটা সময় অতিবাহিত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।