Ex-CM Biplab KUmar Deb seeks blessings of Tripura Sundari on the occassion of Bengali New Year
Ex-CM Biplab KUmar Deb seeks blessings of Tripura Sundari on the occassion of Bengali New Year

নববর্ষের শুভক্ষণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব পৌঁছান ত্রিপুরার বিখ্যাত তীর্থস্থান মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানেই তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর পণ্য দর্শন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন সকলের মঙ্গল কামনায়।

তিনি বলেন, “ত্রিপুরেশ্বরী মায়ের কৃপায় সকলের জীবন হোক মঙ্গলময়। আসুন এই নববর্ষে আমরা একে অপরের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করি।” পাশাপাশি তিনি বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তবে শুধু বাংলা নববর্ষ নয়, সাংসদ দেব তাঁর শুভেচ্ছাবার্তায় চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়ের বিসু এবং অহমীয়া সম্প্রদায়ের বিহু উৎসবেরও শুভেচ্ছা জানান। নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “এই উৎসবগুলির মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে প্রতিটি মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।”

ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র এবং ঐতিহ্যকে সম্মান জানিয়ে সকলকে একসূত্রে বেঁধে রাখার বার্তাও দেন তিনি এই শুভ মুহূর্তে।