১৯ এপ্রিল, আগরতলা : ত্রিপুরার কৈলাসহরে ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে অশান্তির আবহে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। দুর্গাপুর এলাকায় রাত প্রায় ১টা নাগাদ একদল দুষ্কৃতী রাস্তাঘাট তৈরির কাজে ব্যবহৃত একটি ভারী যন্ত্রপাতি-সহ গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির মালিক ঠিকাদার আব্দুল মান্নান দাবি করেন, “গতকাল রাত একটা নাগাদ দুর্গাপুরস্থিত আমার ভারী যন্ত্রপাতির গাড়িটি দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এর আগেও তারা আমার কার্পেটিং প্লান্টে হামলা চালায়। সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি আরও বলেন, “এই ঘটনার জন্য আমি কৈলাসহর থানায় নীলমণি দাস, রঞ্জিত নমঃ, অলক দেব, রত্না দাস ও তকদির আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের কাছে খবর ছিল শ্রীরামপুরে আগেই এ নিয়ে বৈঠক হয়েছে।” অভিযোগে নাম থাকলেও অভিযুক্ত অলক দেব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, “আমি দুদিন আগে চিকিৎসার জন্য মুম্বাই এসেছি। প্রয়োজনে ফ্লাইটের টিকিটও দেখাতে পারি। আমি মুম্বাইতে থাকার সময় কীভাবে কৈলাসহরে গাড়ি জ্বালানোর সাথে যুক্ত থাকতে পারি?” তিনি আরও বলেন, “আব্দুল মান্নানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চিকিৎসা শেষে ফিরে এসে আমি বিষয়টি আইনি পথে দেখব।” উক্ত ঘটনায় স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে দুর্গাপুরের এক স্থানীয় বাসিন্দা জানান, গতকাল রাতে যখন ঘুমোচ্ছিলাম তখন বিকট শব্দে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেড়িয়ে দেখতে পাই রাস্তায় রাখা গাড়িতে আগুন জ্বলছে। তখন সাথে সাথেই অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তারা এসে আগুন আয়ত্তে আনে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এলাকায় দিন দিন বাড়ছে উত্তেজনা। সাধারণ মানুষের আশঙ্কা, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরণের সংঘর্ষ অনিবার্য।

Kailashahar tense over contractor business, city abuzz with allegations and counter-allegations.