I saw the 4 terrorists involved in the Pahalgam attack," claims woman; alert sounded by the army, search operation begins
I saw the 4 terrorists involved in the Pahalgam attack," claims woman; alert sounded by the army, search operation begins

অবশেষে খোঁজ মিলল পহেলগাঁওয়ে হামলাকারী ৪ জঙ্গির! গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযানের মাঝেই কাঠুয়া জেলার এক মহিলা সেনার কাছে দাবি করলেন, তিনি ওই চার জঙ্গিকে দেখেছেন। মহিলার দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কাঠুয়াজুড়ে বিরাট পরিসরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে চালানো হয়েছিল নরসংহার। ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। সেই হামলা চালানোর পর কাশ্মীর থেকে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে চার জঙ্গি। গোটা কাশ্মীর ঘিরে জোরকদমে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। যদিও এখনও পর্যন্ত তাদের টিকি খুঁজে পায়নি সেনা। জঙ্গিরা যে পথে পালাতে পারে সম্ভাব্য সমস্ত জায়গা ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বারামুলা, পুলওয়ামায় বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এহেন পরিস্থিতির মাঝেই শুক্রবার চাঞ্চল্যকর দাবি জানালেন, কাঠুয়া নিবাসী এক মহিলা। তাঁর দাবি অনুযায়ী, কাঠুয়াতে ওই চার জঙ্গিকে দেখেছেন তিনি। মহিলার দাবি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই অ্যালার্ট মোডে চলে এসেছে সেনা। বিরাট বাহিনী সঙ্গে নিয়ে কাঠুয়াতে চলছে তল্লাশি। তদন্তকারীদের অনুমান, পহেলগাঁওয়ে হামলা চালানোর পর কাশ্মীরের মাটিতেই আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা। এলওসি-তে হাইঅ্যালার্ট থাকায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা অসম্ভব। জঙ্গিরা তা বুঝতে পেরে কাশ্মীরেই কোথাও লুকিয়ে আছে। এই পরিস্থিতিতে জঙ্গিদের পাকড়াও করতে মরিয়া সেনাবাহিনী। এদিকে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, উপত্যকার শীর্ষ আধিকারিক ও পুলিশকর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। যেখানে, সন্ত্রাসে জড়িত উপত্যকার প্রত্যেক অপরাধিকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, এক ঘণ্টার বেশী সময় ধরে চলা ওই বৈঠকে উপরাজ্যপাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শুধু পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের বাস্তুতন্ত্রকে সমূলে উপড়ে ফেলতে হবে। তার জন্য যা যা করণীয় নির্দ্বিধায় তা করার নির্দেশ দেন উপরাজ্যপাল মনোজ সিনহা।