কমলপুরঘুম কেড়ে নিয়েছে চোরের দল, পুলিশের দারস্থ এলাকাবাসীকমলপুর

কমলপুর নগর পঞ্চায়েতের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে গত দশদিন যাবৎ ব্যাপক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। শনিবার এলাকার মহিলারা কমলপুর থানায় ডেপুটেশন প্রদান করেছে। তারা পুলিশের সক্রিয় ভূমিকা দাবি করেন এদিন।

 এরপর তারা কমলপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় কমলপুর নগর পঞ্চায়েতের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হারের খোলা গ্রামের বাসিন্দারা বিগত কিছুদিন ধরে চোরের উপদ্রবে নাজেহাল অবস্থার শিকার। প্রায় প্রতি রাতেই কারো না কারোর বাড়িতে চোরের দল হানা দিচ্ছে। স্প্রে করে বাড়ির লোকজনদের ও কুকুরকে বেহুঁশ করে টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। চোরের দল মানুষের ঘুম কেড়ে নিয়েছে।

এমনকি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতেও পারছে না। তাই পুলিশের কাছে দাবি জানানো হয়েছে যাতে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এলাকায় মোতায়েন করা হবে নিরাপত্তা কর্মী।