বাম আমলের দুরবস্থা এখন কেবলই স্মৃতি। এক সময় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত গোটা আগরতলা শহর। শহরবাসীকে নিত্যদিনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা। প্রবল বৃষ্টির পরেও শহরবাসী এখন নিশ্চিন্ত, কারণ শহরের প্রতিটি পাম্প এখন পুরোপুরি সচল রয়েছে।
আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বেশ কয়েকটি পাম্পের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গনরাজ চৌমুহনী এলাকার চারটি পাম্পের স্থানান্তর। আগের তুলনায় এই পাম্পগুলোকে আরও সাত ফুট উঁচু করে পুনঃস্থাপন করা হয়েছে, যাতে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয়।
সোমবার গনরাজ চৌমুহনীতে বসানো এই চারটি পাম্পের কার্যকারিতা খতিয়ে দেখেন পুর নিগমের আধিকারিকরা। পরিদর্শনে ছিলেন সুজয় চৌধুরী, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং জয়দেব চক্রবর্তী, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার। আধিকারিকরা জানান, পাম্পগুলোর কাজের গতি অত্যন্ত সন্তোষজনক এবং এতে শহরের জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।