Driven by poverty, a girl child sold in the state!!
Driven by poverty, a girl child sold in the state!!

অভাবের তাড়নায় এক দিনের নবজাতক কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিল সিমনা কাটাছড়া গ্রামের এক পরিবার। গত ৩০ এপ্রিল সিমনার কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাস ও লক্ষ্মী রানী সরকারের চতুর্থ সন্তানের জন্ম হয় এবং সেদিনই সন্তানটিকে বিক্রি করে দেওয়া হয় খোয়াইয়ের এক পরিবারের কাছে। নবজাতক শিশু কন্যার মায়ের দাবি তাদের ৩ সন্তান রয়েছে তাই চতুর্থ সন্তানকে লালন পালন করতে পারবে না এবং ওই পরিবারে তাদের সন্তান ভালো থাকবে তাই দিয়ে দেন তবে তিনি এও শিকার করেন যে ওই পরিবারটির সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ছিল। নবজাতক কন্যা সন্তানটির দিদা শিকার করেন যে নবজাতক কন্যাটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ও চাইল্ডলাইন। রবিবার ঘটনাটি সামনে আসতেই বিশেষ তৎপরতার সঙ্গে সিধাই থানা ও সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির যোগাযোগ করেন খোয়াই থানা এবং চাইল্ডলাইনের সঙ্গে এবং শিশুটিকে উদ্ধার করে রাখা হয় একটি সরকারি হোমে। এদিকে  ১ দিনের কন্যা সন্তান বিক্রির ঘটনায় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে দাবি করা হয় বাচ্চা বিক্রির বিষয়টি ভুল তবে শিশুটিকে উদ্ধার করে হোমে রাখা হয় এবং তদন্ত করে যদি দেখা যায় যে শিশুর পরিবার যদি তাকে লালন পালন করতে না পারে তাহলে পরবর্তী সময় নিয়ম নীতি মেনে তাকে দত্তক দেওয়া হবে। আপাতত শিশু কন্যাটি হোমে আছেন এবং ভালো আছেন।