Operation Sindoor brings relief to the families of those killed in Pahalgam
Operation Sindoor brings relief to the families of those killed in Pahalgam

বেছে বেছে ২৫ নিরীহ পর্যটক হত্যা করেছিল পাক জঙ্গিরা। তাঁদের বাঁচাতে গিয়ে এক স্থানীয় কাশ্মীরির প্রাণও যায়। ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারত। বদলা নিল টার্গেট কিলিংয়ের। ভারতীয় সেনার যোগ্য জবাব মৃতদের আত্মাকে শান্তি দেবে, মনে করছে স্বজনহারা পরিবার। বলছেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রের উপর বিশ্বাস ছিল। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সেই বিশ্বাসকে আরও মজবুত করল, বলছেন প্রিয়জনহারা পরিবারগুলি। বৈসরণ ভ্যালিতে প্রাণ হারিয়েছিলেন ৩০ বছরের শুভম দ্বিবেদী। স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে জীবিত ফেরা হয়নি তাঁর। স্বামীর নিথর দেহকে নিয়ে বাড়িতে ফিরেছিলেন আসন্যা দ্বিবেদী। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর তিনি বলছেন, “আমার স্বামীর মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমার গোটা পরিবার ওঁর উপর বিশ্বাস রেখেছিল। যেভাবে তিনি জবাব দিলেন, তাতে আমাদের বিশ্বাস আরও মজবুত হল। এটাই আমার মৃত স্বামীর প্রতি যোগ্য শ্রদ্ধাজ্ঞাপন। তিনি যেখানেই থাকুক, আজ শান্তি পেলেন।” পহেলগাঁও বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নৌসেনার লেফটেন্যান্ট জেনারেল বিনয় নরওয়াল। তাঁর বাবা রাজেশ নরওয়াল বলেন, “যখন এই ঘটনা ঘটল তখনই বলেছিলাম ভারত সরকারের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আজ ওরা ওদের কাজ করল।” তাঁর আরও সংযোজন, “যাঁরা নিজের সন্তান হারিয়েছেন তাঁরা আর তাঁদের ফিরে পাবেন না। কিন্তু এই প্রত্যাঘাত সন্ত্রাসবাদীদের মনে ভয় ধরাবে। ভবিষ্যতে কাপুরুষের মতো হামলা চালাতে ভয় পাবে।”

নিরীহ পর্যটকদের বাঁচাতে দিয়ে প্রাণ গিয়েছিল স্থানীয় কাশ্মিরী সঈদ আদিল হোসেন শাহ। এদিন ভারতীয় সেনার বদলায় তৃপ্ত তাঁর পরিবারও। ভাইকে হারিয়ে সঈদ নওশাদ বলছেন, “যোগ্য জবাব দেওয়ার জন্য আমি আমাদের সেনা, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারে ধন্য়বাদ জানাতে চাই। নিরীহ মানুষের খুনের বদলা নিয়েছে। আমি গর্বিত। ওদের উপর আমাদের বিশ্বাস আছে।” প্রাণ হারিয়েছিলেন আইবি আধিকারিক ঝালদার মনীশরঞ্জন মিশ্র। তাঁর পরিবারের পক্ষ থেকে ভাই রাহুল রঞ্জন মিশ্র জানান, “এটাতো শুরু হল। আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন ও এদের যারা সমর্থন করে তাদের আশ্রয় দেয় তাদেরও নিধন ও ভারতেও দেখা যাচ্ছে প্রচুর পাকিস্তানি ভক্ত আছে যারা সমাজমাধ্যমে নানারকম পোস্ট করে যাচ্ছে। তাদেরও জঙ্গিদের তালিকায় নিয়ে এসে এদের উপরও একই ভাবে শাস্তি চাই |”