Stop the war — Pakistan pleads with India over the phone; for now, India agrees to a period of peace.
Stop the war — Pakistan pleads with India over the phone; for now, India agrees to a period of peace.

অবশেষে শান্তিপর্ব! পাকিস্তানের আর্তনাদে সাড়া দিয়ে মধ্যস্ততা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হল ভারতও। শনিবার সন্ধ্যায় বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়ে দিলেন, দুপুর ৩টে ৩৫ নাগাদ সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে পাকিস্তান ফোনে যোগাযোগ করে। এরপর ভারতীয় সময় বিকেল ৫টা থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালানো বন্ধ করেছে। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা বৈঠক করবেন। ওইদিনই পরবর্তী পদক্ষেপ জানা যাবে।

ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেল ৫টা ৪২ নাগাদ এক্স হ্যান্ডেলে লেখেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। মুখ বাঁচাতে ঘুরপথে আমেরিকার দ্বারস্থ হয় শরিফ প্রশাসন। এরপরই আসরে নামে আমেরিকা। বস্তুত পাকিস্তানের অনুরোধে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেন মার্কিন প্রশাসন। সূত্রের দাবি, গত ৪৮ ঘণ্টায় লাগাতার দুদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছে মার্কিন প্রশাসন। দফায় দফায় আলোচনা করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-ও। তারপরই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় বলে দাবি আমেরিকার।

এদিন বিক্রম মিসরি জানান, “পাকিস্তানের সেনাপ্রধন এদিন দুপুর ৩টে ৩৫ নাগাদ ভারতের সেনাপ্রধানকে ফোন করেন। দুই পক্ষ একমত হয় যে ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে উভয়পক্ষ স্থল, আকাশ এবং সমুদ্রে যাবতীয় সামরিক পদক্ষেপ বন্ধ করা হবে। এই সমঝোতা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দুই দেশের সামরিক মহাপরিচালকরা ১২ মে আবার কথা বলবেন।” এদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সমাজমাধ্যমে বার্তায় জানিয়ে দিয়েছেন, আপাতত সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই থামবে না।