A "Tiranga Yatra" was organized by the state BJP on the streets of Agartala to pay tribute to the brave soldiers of Mother India
A "Tiranga Yatra" was organized by the state BJP on the streets of Agartala to pay tribute to the brave soldiers of Mother India

ভারতমায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলার রাজপথে প্রদেশ বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয়েছে। এদিনের যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদে এবং পহেলগাঁওয়ে পৈইসাচিক ও নিষ্ঠুরভাবে উগ্রবাদী হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দিতে ভারতীয় বীর সেনাদের অপারেশন সিঁদুর’-এর সাফল্যে আগরতলা শহরের রাজপথে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছে ।

তাঁর কথায়, গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। এই নৃশংসভাবে হত্যাকান্ডের জন্য প্রধানমন্ত্রী নাম দিয়েছেন অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর পরাক্রমে ঐতিহাসিক নির্ণায়ক জয় লক্ষ্য করেছে ভারত। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস ও বীর পরাক্রমে পাকিস্তানের বিরুদ্ধে নির্ণায়ক জয় লক্ষ্য করেছে ভারত। সেনাবাহিনীর পরাক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্তের কারণেই তা সম্ভব হয়েছে। তাই পাকিস্থানের মদতপুষ্ট কাপুরুষোচিত ও বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব ‘অপারেশন সিঁদুর’ কে কুর্ণিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল উপস্থিতিতে সুবিশাল তিরঙ্গা র‍্যালিতে সামিল হয়েছে।