পূর্ব গোকুলনগর ভূঁইয়ামাথা এলাকার যান দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই দারোগাবাড়ি এলাকায় বাস গাড়ি চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু এক যুবকে ঘটনা বৃহস্পতিবার দুপুরে। উত্তেজিত জনতা ভেঙে চুরমার করে দেয় ঘাতক বাস গাড়িটি। তবে মৃত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন এলাকাতে ভবঘুরে বলে তাকে অনেকেই চিনে। বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার দুপুরে এ কয়েক ঘন্টার ব্যবধানে আগরতলা বিশালগড় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল ভবঘরে এক যুবকের। ঘটনাস্থলে আমতলী থানা পুলিশ। উদয়পুর থেকে আগরতলা গামী TR071258 নাম্বারে বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এই ভবঘুরে উপর দিয়ে বাসটি চালিয়ে দেয়। সাথে সাথে বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ভবঘুরের মাথা থেলে যায়। আগরতলা থেকে উদয়পুর যাওয়া এই সড়কে দুদিনের ব্যবধানে একাধিক যান দুর্ঘটনা ট্রাফিক পুলিশের সম্পূর্ণ উদাসীনতায় এই যান দুর্ঘটনা গুলি হয়েছে অভিযোগ একাংশে। মৃতদেহ উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত যুবকের দেহ

Young man dies after being crushed under a bus wheel in the Sekerkote Darogabari area!