Tripura_congress_IMG_1708265391727
যুব কংগ্রেসের ‘রোজগার দাও ,ন্যায় দাও’ কর্মসূচির প্রচারাভিযান।

ত্রিপুরাতে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো যুব কংগ্রেসের ‘রোজগার দাও ,ন্যায় দাও’ কর্মসূচির প্রচারাভিযান। আগরতলা ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এই উপলক্ষে যুব কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি রাখো দাস, কর্মসূচির জন্য নিয়োজিত ত্রিপুরার ইনচার্জ ড: পার্থ প্রতিম দত্ত, শাজাহান ইসলামসহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখো দাস বলেন  “পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি। প্রতিশ্রুতি দিয়েও হলো না কেন, বছরে দুই কোটি চাকরি?” দেশের যুবকদের বেকারত্ব নিয়ে ঠিক এই ভাবেই মোদি সরকারের সমালোচনা করলেন.  

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার ভারপ্রাপ্ত ইনচার্জ ডঃ পার্থ প্রতিম দত্ত বলেন মোবাইলের প্লে স্টোরে গিয়ে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে যুব কংগ্রেসের এই কর্মসূচিতে অংশ নেয়া যাবে। বেকার যুবক-যুবতীরা নিজেদের চাকরির প্রত্যাশা এবং অভিযোগ এই অ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারবেন। যুব কংগ্রেস বিধানসভা ভিত্তিক প্রতিনিধিদল পাঠাবে বেকারদের বাড়িঘরে।