বজরংবলীকে নিয়ে কুমন্তব্য করেছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। আজ ৬ আগরতলা বিজেপি কর্মী ও এলাকাবাসী শংকর প্রসাদ দত্তের বাড়িতে গিয়ে তাঁর হাতে হনুমান চালিশা ও হনুমান মূর্তি তুলে দেয়।
প্রসঙ্গত, গত দুই-তিন দিন আগে মুক্তধারায় প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে “ষন্ডামার্কা” বলে কুমন্তব্য করেন। তাঁর সদ বুদ্ধি ও নাস্তিককে আস্তিক করার জন্য ৬ আগরতলা বিজেপি ও এলাকাবাসী মিলে তাঁর বাড়িতে গিয়েছেন। তাঁর হাতে হনুমান চালিশা ও হনুমান মূর্তি দিয়ে তাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধার জানানোর আবেদন রাখেন ৬ আগরতলা বিজেপি কার্যকর্তারা ও এলাকাবাসীরা।