অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গের ৫ জেলায়

WB Weather Alert: Heavy Rainfall Predicted, Flooding Risk in North Bengal
WB Weather Alert: Heavy Rainfall Predicted, Flooding Risk in North Bengal

বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই উত্তরবঙ্গের। সোমবারও পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এখন‌ উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পিরোজপুর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, লখনউ, গোরক্ষপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৩৭.৩ মিলিমিটার। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদল। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গল থেকে শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।