তেলিয়ামুড়ার জয়নগর এলাকার আরিয়া দেব যে বর্তমানে আগরতলার ভবন বিদ্যা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রী।

Ariya Dev, from the Jayanagar area of Teliāmura, is currently a Class 10 student at Bhavan Vidya Mandir, Agartala
Ariya Dev, from the Jayanagar area of Teliāmura, is currently a Class 10 student at Bhavan Vidya Mandir, Agartala

অষ্টম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলায় থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যে লতা মঙ্গেশকরের ছবি একে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে।
তার এই সফলতার খবর তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে।।